কালিগঞ্জের বিষ্ণুপুর চাঁচাই ফুটবল মাঠে বৃক্ষমেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ১০ দিনব্যাপী “৭ম বার্ষিকী বৃক্ষমেলা অনুষ্ঠান”এর বৃক্ষমেলার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। ইউএনও অনুজা মণ্ডল তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন,গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি জীবন দেয়। প্রতিটি মানুষ যদি একটি করে গাছ রোপণ ও যত্ন নেয়, তবে আমাদের পরিবেশ আরও সুন্দর, নিরাপদ ও সবুজ হয়ে উঠবে।
No Comments Yet...