পাগলীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুর দত্তক পেল নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামের রুমানা-আশিকুর দম্পতি।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুজা মণ্ডল গণমাধ্যম কর্মী ও সরকারি কর্মকর্তা ও সুধীজনের সম্মুখে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ বুলবুল কবিরের উপস্থিতিতে উক্ত শিশুটিকে দত্তক কার্যক্রম সম্পন্ন করেন।
শিশুটির নাম রাখা হয়েছে আফিফা জান্নাত,
বয়স ২১ দিন।
মহানুভবতার পরিচয় দিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। উক্ত দম্পতির কোলে দিয়ে শিশুটির দুই পায়ে নুপুর পরিয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
No Comments Yet...