প্রয়োজনে গণতন্ত্রের জন্য আবারও বুকের রক্ত দিতে প্রস্তুত বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকার হাসিনা শুধু নয় মনস্টার হাসিনা, সব কিছু তছনছ করে দিয়ে গেছে। দেশের সব জায়গা ধ্বংস করে দিয়ে গেছে। নিজেদের আন্দোলন বলে দাবি করেন, গণতন্ত্রের জন্য সমস্ত সময়েই লড়াই করেছে বিএনপি। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ৯০ এ ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছে।
তিনি বলেন, গত ১৫ বছরে বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ২০ হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে। বিএনপির এক হাজার ৭৯৯ বেশি গুম হয়েছে।
মির্জা ফখরুল বলেন, এতো ত্যাগ স্বীকার করার পরও শিশু-নারী হত্যা করা হয়েছে। সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওযার পথ তৈরি হয়েছে। যার একমাত্র পথ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার।
No Comments Yet...