বিশ্বকাপ সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথটা বাংলাদেশের জন্য এখন বেশ জটিল। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এমন একসময় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের পরাজয় দলকে ফেলেছে চিন্তায়। ম্যাচে বাংলাদেশের ব্যাটিং আবারও ব্যর্থ, বিশেষ করে শুরুর দিকে উইকেট হারানোর প্রবণতা ফিরে এসেছে পুরোনো রোগের মতো।ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্পষ্টভাবেই জানিয়েছেন, 'প্রথম ১৫ ওভারে অনেক উইকেট হারানোই দলের বিপদ ডেকে এনেছে। তার ভাষায়, 'উইকেটটা ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না, কিছুটা টার্নও ছিল। আমরা শুরুতে কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছি, সেখান থেকেই চাপ তৈরি হয়।' যদিও মিরাজ তাওহীদ হৃদয়ের ইনিংসের প্রশংসা করেছেন, যিনি এক প্রান্তে ঠান্ডা মাথায় ব্যাট করে দলের ভরসা জুগিয়েছিলেন।তবে বড় সমস্যা থেকে গেছে শেষ দিকের ব্যাটিংয়ে। বাংলাদেশ দল নিয়মিতই ভালো শুরু বা মাঝপথের জুটি গড়ে আবারও তা ভেঙে দিচ্ছে শেষ দিকে। মিরাজও স্বীকার করেছেন, 'শেষ দিকে আমরা ভালো জুটি গড়তে পারিনি। এই উইকেটে ২৬০ রানের ওপরে করতে পারলে ভালো হতো। অন্তত ৪০ রান কম করেছি।'
No Comments Yet...